ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, জুলাই ১০, ২০২৪
চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু  ...

চট্টগ্রাম: চন্দনাইশে বাস থেকে যাত্রী নামানোর সময় পিছন থেকে আরেকটি বাসের ধাক্কায় নাছির হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশের গাছবাড়িয়া কলঘর এলাকার বরগুনি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

বাস দুটি চট্টগ্রাম যাচ্ছিল।

নিহত নাছির হোসেন সিরাজগঞ্জ জেলার ছড়া তেতুলিয়া এলাকার মৃত ফিরোজ মন্ডলের ছেলে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বাংলানিউজকে জানান, রাত ১২টার দিকে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাস যাত্রী নামানোর সময় পিছন থেকে ইউরো পরিবহনের স্লিপার বাস দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এতে নাছিরসহ বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ৪-৫ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।