ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিইউজে সদস্য আহাদুল ইসলাম বাবুর পিতার মৃত্যুতে শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৪, এপ্রিল ৯, ২০২৪
সিইউজে সদস্য আহাদুল ইসলাম বাবুর পিতার মৃত্যুতে শোক 

চট্টগ্রাম: সাংবাদিক ইউনিয়নের সদস্য ও নিউজ টুয়েন্টি ফোরের সিনিয়র ক্যামেরাপারসন আহাদুল ইসলাম বাবুর পিতা শেখ আজিজুল হক (৬৮) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

মঙ্গলবার (৯ এপ্রিল) নগরের পতেঙ্গা জিএম স্টাফ কলোনির বাসায় রাত ৮টা ৫০ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাত ১১টায় পতেঙ্গা জিএম স্টাফ কলোনিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

পরে গ্রামের বাড়ি নড়াইলের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।