চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ৩ দিনব্যাপী সেন্ট্রাল আইটি ফেস্ট ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আইটি ক্লাবের সভাপতি মো. রাহাত ইবনে সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ, আইটি ক্লাবের চিফ এডভাইজর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, হ্যালো ওয়ার্ল্ড কমিউনিকেশনস লিমিটেড এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা শুভ্র দেব কর, ডেল্টা ইমিগ্রেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, সিটিজি গ্যাজেট অ্যাকসেসরিজ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ হোসেন, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দিন শাহরিয়ার, আইটি ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা নাসরীন, ইংরেজী বিভাগের প্রভাষক ইমরান উদ্দিন চৌধুরী, আইন বিভাগের প্রভাষক তৌহিদুল ইসলাম জিহাদী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ এম আওরঙ্গজেব বলেন, তথ্যপ্রযুক্তি আজকের বিশ্বে প্রতিটি খাতের মেরুদণ্ড।
প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও কনটেন্ট, ই-স্পোর্টস, আইডিয়া কনটেস্ট ও ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF)—এই ছয়টি প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। এবারের এ আয়োজনে স্পন্সর হিসাবে ছিল হ্যালো ওয়াল্ড কমিউনিকেশন, ডেল্টা ইমিগ্রেশন ইভেন্ট পার্টনার হিসেবে, গিফট পার্টনার হিসেবে ছিল চিটাগাং গেজেট।
এমআর/টিসি