ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গভীর সাগরে চার দিন ধরে ভাসছিলেন ১৩ জেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, এপ্রিল ২, ২০২৪
গভীর সাগরে চার দিন ধরে ভাসছিলেন ১৩ জেলে ...

চট্টগ্রাম: গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা এফভি শিফার ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের জাহাজ ‘সবুজ বাংলা’।  

মঙ্গলবার (২ এপ্রিল) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৭ মার্চ এফভি শিফা চট্টগ্রামের বাঁশখালী থেকে মাছ ধরতে গভীর সাগরে যায়। গত ২৯ মার্চ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে।

পরে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ডের কাছে সহায়তা চায়। এরপর নিয়মিত টহল কাজে অপারেশন সুরক্ষায় নিয়োজিত থাকা কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সোমবার (১ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় কুতুবদিয়া লাইট হাউস থেকে আনুমানিক ৯ নটিক্যাল মাইল দূরে ভাসমান ফিশিং ট্রলারসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বোটসহ চট্টগ্রামের আনোয়ারা উপকূলে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।