ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গণতন্ত্র সমুন্নত রাখতে ভোট দিন: চসিক মেয়র 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, জানুয়ারি ৭, ২০২৪
গণতন্ত্র সমুন্নত রাখতে ভোট দিন: চসিক মেয়র  ...

চট্টগ্রাম: গণতন্ত্র সমুন্নত রাখতে নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

রোববার (৭ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নগরীর বহদ্দারহাটে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন চসিক মেয়র।

 

এসময় মেয়র বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হচ্ছে। ভোট দিয়েছি।

নাগরিকদের বলবো- গণতন্ত্র সমুন্নত রাখতে, উন্নয়নের ধারা বেগবান করতে ভোট দিন। আপনাদের সমর্থনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আরও দৃঢ়ভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।