ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়লেন হিলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, এপ্রিল ৩, ২০২২
বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়লেন হিলি

নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে অসাধারণ ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালিসা হিলি। ১৩৮ বলে ১৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে গড়েন কয়েকটি রেকর্ড।

২৬টি চারে সাজানো ছিল তার ইনিংস।

হিলির এই ইনিংসটি নারী-পুরুষ মিলিয়ে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আগের সর্বোচ্চ ছিল অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ২০০৭ সালে পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেছিলেন ১৪৯ রান।

এদিকে হিলির ওপেনিং পার্টনার র‌্যাচেল হায়নেসও খেলেছেন ৯৩ বলে ৬৮ রানের ইনিংস। বেথ মুনি করেন ৪৭ বলে ৬২ রান। শেষ দিকে ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন অ্যালিসি পেরি। নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া পায় ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।