ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় পৌঁছাল পাকিস্তান টেস্ট দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, নভেম্বর ২১, ২০২১
ঢাকায় পৌঁছাল পাকিস্তান টেস্ট দল

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামীকাল সোমবার (২২ নভেম্বর)। এরপরই মাঠে গড়াবে টেস্ট সিরিজ।

সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ঢাকায় পা রেখেছে পাকিস্তান টেস্ট দল।  

আজ রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় পাকিস্তান টেস্ট দলের বাকি ১৪ সদস্যদের বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সেই ১৪ জন হলেন- আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সৌদ সাকিল ও জাহিদ মাহমুদ।  

আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের দ্বিতীয় টেস্ট মিরপুর শেরে বাংলায় শুরু হবে ২ ডিসেম্বর থেকে।

পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ সাকিল, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মাহমুদ।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।