ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

৫৭ বছরে চলে গেলেন ইংলিশ সাবেক পেসার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, নভেম্বর ২, ২০২১
৫৭ বছরে চলে গেলেন ইংলিশ সাবেক পেসার

চলে গেলেন ইংল্যান্ড ও কেন্টের সাবেক পেসার অ্যালান ইগলসডেন। মাত্র ৫৭ বছর বয়সেই পরপারে পাড়ি দেন তিনি।

১৯৯৯ সালে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর এতদিন কঠিন এই রোগের সঙ্গে লড়ছিলেন।

১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে টেস্টে অভিষেক হয়েছিলেন ইগলসডেনের। মার্ক টেইলর ছিলেন তার প্রথম উইকেট শিকারে। এরপর ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজে সফরে আরও দুটি টেস্ট খেলেছিলেন তিনি। তার নামের পাশে ৬টি উইকেট রয়েছে।

এছাড়া ইংলিশদের হয়ে ৪টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছিলেন এই ডানহাতি। পেয়েছেন ২টি উইকেট।

জাতীয় দলে সেভাবে সুযোগ না পেলেও ইংলিশ কাউন্টির প্রথম শ্রেণির ম্যাচে ছিলেন দুর্দান্ত। বিশেষ করে কেন্টের হয়ে বেশ সফল ছিলেন তিনি। প্রথম শ্রেণিতে মোট ১৫৪ ম্যাচে ৫০৩টি উইকেট দখল করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।