ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

২০১৯ সালের পর প্রথমবার দ্বিপাক্ষিক সফরে পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, সেপ্টেম্বর ৮, ২০২৫
২০১৯ সালের পর প্রথমবার দ্বিপাক্ষিক সফরে পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা সংগৃহীত ছবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার নিশ্চিত করেছে যে, শ্রীলঙ্কা নভেম্বরে পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

এই ওয়ানডে সিরিজ শেষে শ্রীলঙ্কা অংশ নেবে পাকিস্তানের মাটিতে ইতিহাসের প্রথম ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে, যেখানে আফগানিস্তানও অংশ নেবে। এই টুর্নামেন্ট চলবে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।

শ্রীলঙ্কার এটি হবে ২০১৯ সালের পর পাকিস্তানে প্রথম দ্বিপাক্ষিক সফর। তখন পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–০ ব্যবধানে জিতেছিল। সর্বশেষ ২০২৩ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে লাহোরে খেলেছিল লঙ্কানরা।

এর আগে পিসিবি ঘোষণা দিয়েছিল যে, পাকিস্তান ২০২৫–২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট এবং ছয়টি সাদা বলের ম্যাচ আয়োজন করবে। এই সফর চলবে ১২ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত।

পূর্ণাঙ্গ সূচি: পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট (১২ অক্টোবর – ২৯ নভেম্বর)

দক্ষিণ আফ্রিকা সফর

১২–১৬ অক্টোবর: প্রথম টেস্ট – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২০–২৪ অক্টোবর: দ্বিতীয় টেস্ট – রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
২৮ অক্টোবর: প্রথম টি–টোয়েন্টি – রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
৩১ অক্টোবর: দ্বিতীয় টি–টোয়েন্টি – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ নভেম্বর: তৃতীয় টি–টোয়েন্টি – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৪ নভেম্বর: প্রথম ওয়ানডে – ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
৬ নভেম্বর: দ্বিতীয় ওয়ানডে – ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
৮ নভেম্বর: তৃতীয় ওয়ানডে – ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ

শ্রীলঙ্কা সফর

১১ নভেম্বর: প্রথম ওয়ানডে – রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
১৩ নভেম্বর: দ্বিতীয় ওয়ানডে – রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
১৫ নভেম্বর: তৃতীয় ওয়ানডে – রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ (পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা)

১৭ নভেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান – রাওয়ালপিন্ডি
১৯ নভেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান – রাওয়ালপিন্ডি
২২ নভেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা – লাহোর
২৩ নভেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান – লাহোর
২৫ নভেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান – লাহোর
২৭ নভেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা – লাহোর
২৯ নভেম্বর: ফাইনাল – লাহোর

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।