ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আগামী মৌসুমের বিগ ব্যাশে খেলবেন না ডি ভিলিয়ার্স 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, অক্টোবর ২৭, ২০২০
আগামী মৌসুমের বিগ ব্যাশে খেলবেন না ডি ভিলিয়ার্স  ডি ভিলিয়ার্স

আগামী বিগ ব্যাশ লিগে (বিবিএল) ব্রিসবেন হিটের হয়ে খেলবেন না এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় সন্তানের জন্মদানের সময় তার স্ত্রীর পাশে থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

ডি ভিলিয়ার্স আরও জানিয়েছেন, কোভিড-১৯ এর এই পরিস্থিতে চারপাশের অনিশ্চয়তা এবং অবস্থার জন্যও এই মৌসুমে খেলা হবে না তার। তবে প্রোটিয়া তারকাকে না পেলেও হিটস পুনঃচুক্তি করেছে আফগানিস্তান স্পিনার মুজিব উর রহমানের সঙ্গে।

গত মৌসুমে বিবিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করেন ডি ভিলিয়ার্স এবং ২৪.৩৩ গড়ে করেন ১৪৬ রান।  

বর্তমানে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স  ব্যাঙ্গালুরুর জার্সিতে ৫৪ গড়ে ইতোমধ্যে ৩২৪ রান করেছেন ডি ভিলিয়ার্স।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।