ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ চূড়ান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, জুলাই ১৮, ২০১৮
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ চূড়ান্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ চূড়ান্ত-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসছে অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠেয় স্বাগতিক টাইগার ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ চূড়ান্ত করেছে দুই দেশের ক্রি‌কেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী দু’এক দিনের ম‌ধ্যে সূচিও ঘোষণা করা হবে বলে জানালেন বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডে (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

বুধবার (১৮ জুলাই) বিসিবি কার্যালয়ে তিনি এ তথ্য জানান।

সুজন বলেন, 'খুব শিগগিরই ফাইনালটা পেয়ে যাবেন।

বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট অপারেশন্স ফাইনাল পর্যায়ে রয়েছে। হয়তো আগামী দু’একদিনের মধ্যে লিস্টটা পেয়ে যাবেন। 'নিজামউদ্দীন চৌধুরী সুজনঅক্টোবরে শুরু হতে যাওয়া এই সিরিজে দু' দলের  ম‌ধ্যে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর ফলে চলতি বছরের ১০ মাসের ভেতরে দু'বার বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। গেল জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে  ত্রি‌দেশীয় সিরিজ খেলতে চলতি বছরের প্রথম সফরটি করেছিল জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।