ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৬, জুন ১৬, ২০১৮
নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি নিজ এলাকায় ঈদের নামাজ পড়েছন মাশরাফি

নড়াইল: নিজ এলাকা নড়াইলে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস খ্যাত’ মাশরাফি বিন মর্তুজা। 

শনিবার (১৬ জুন) সকাল ৮টায় নড়াইল পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে তিনি ঈদের নামাজ আদায় করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

পৌর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
 
ঈদের নামাজ শেষে ভক্ত, পরিচিতজন, বন্ধু ও স্বজনদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় শেষে শহরের আলাদাতপুরে নানা বাড়িতে যান এই ক্রিকেট তারকা।
এদিকে, মাশরাফিকে কাছে পেয়ে নড়াইলের বন্ধু-বান্ধব ও ভক্তরা আনন্দ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।