ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

'প্লেন থেকে নামার পর গিফট আর গিফট'

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জুন ১১, ২০১৮
'প্লেন থেকে নামার পর গিফট আর গিফট' সালমা খাতুন- ছবিঃ সংগৃহিত

ঢাকা: বাংলাদেশ নারী ক্রি‌কেট দলের জন্য দিনটি অনন্যই ছিল। ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে  মালয়েশিয়া  থেকে এশিয়া সেরার মুকুট জিতে সোমবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে দেশের মাটি স্পর্শ করার পর থেকেই সেই যে উপহারের পাওয়া শুরু করেছে যার শেষ হয়েছে অভ্যর্থনাস্থল হোটেল সোনারগাঁওয়ে এসে।

বিমানবন্দরে পরিবার থেকে শুরু করে স্বপ্লিল শিরোপাজয়ী দলকে উপহার দিতে কার্পণ্য করেননি স্বজনরাও।  

আর হোটেল সোনারগাঁয়ে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মুখে শুনলেন ২ কোটি টাকা বোনাসের ঘোষণা।

উপহারের এমন সমাহারে তাই যারপরনাই খুশি টাই‌গ্রেস দলপতি সালমা খাতুন।

'প্লেন থেকে নামার পরেই গিফট আর গিফট পেয়ে আসছি। অনেক আনন্দ লাগছে। ' সোমবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে দেয়া এক প্র‌তি‌ক্রিয়ায় তিনি একথা বলেন।

পরাশক্তি ভারতকে হারিয়ে সালমার দল এশিয়া  কাপের চ্যাম্পিয়ন হলেও টুর্নামেন্টে তাদের শুরুটা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়েই হয়েছিল। কিন্তু তারপরেও দমে যায়নি লাল সবুজের অদম্য বাঘিনীরা।

বরং দ্বিগুণ আত্মবিশ্বাসে বাকি চার প্রতিপক্ষ; পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে মোকাবেলা করেছে বলেই এমন সাফল্য ধরা দিয়েছে বলে মত তার।

সালমা বলেন, ' শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পরেও আত্নবিশ্বাস হারাইনি। আমরা জানতাম যে ঠিকই ফিরতে পারবো এবং পেরেছি। '

এইচএল/ এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।