ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ফেনীতে শুরু হলো ‘এনা মিডিয়া ক্রিকেট কাপ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪০, মার্চ ২৫, ২০১৮
ফেনীতে শুরু হলো ‘এনা মিডিয়া ক্রিকেট কাপ’ এনা মিডিয়া ক্রিকেট কাপ টুর্নামেন্টের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ফেনী: স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনীতে এনা মিডিয়া ক্রিকেট কাপ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকরা আটটি দলে বিভক্ত হয়ে তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নেবেন।

রোববার (২৫ মার্চ) সকালে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরীসহ অন্যান্য অতিথিরা। বক্তব্য রাখছেন চেয়ারম্যান আজিজ আহমেদ।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/ena-tonament-120180325113935.jpg" style="border-style:solid; border-width:1px; margin:1px; width:100%" />উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা পরিষদ সদস্য আক্তার হোসেন স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।