ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

তহবিল সংগ্রহে বিশ্ব একাদশের অধিনায়ক মরগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, মার্চ ২৩, ২০১৮
তহবিল সংগ্রহে বিশ্ব একাদশের অধিনায়ক মরগান ছবি:সংগৃহীত

লর্ডসে আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান। গত বছর ক্যারিবীয়ানে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লণ্ডভণ্ড এলাকার পুননির্মানে তহবিল গঠনে এ ম্যাচটি আয়োজন হবে।

সেই দুর্যোগে ডমিনিকা ও অ্যানগুইল্লার ক্রিকেট মাঠও ক্ষতিগ্রস্থ হয়েছিল। আর এ ম্যাচটি আয়োজনের ব্যাপারে গত ১৪ ফেব্রুয়ারি দুটি দেশের বোর্ডের মধ্যে নিশ্চিত করে।

এদিকে এমন একটি ম্যাচের নেতৃত্ব দেওয়ায় মরগান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে আইসিসি বিশ্ব একাদশের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত। ক্রিকেট একটি পরিবার, আর টি-২০ এ ম্যাচটির মাধ্যমে সার্বিক সমর্থনে বিশ্বের সেরা ক্রিকেটাররা হোম অব ক্রিকেটে খেলবে। ’

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।