ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

অজিদের ব্যাটিং পরামর্শক লঙ্কান সামারাবিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, জুন ২৯, ২০১৬
অজিদের ব্যাটিং পরামর্শক লঙ্কান সামারাবিরা থিলান সামারাবিরা-ছবি:সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার আগামী শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে দলটির ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন লঙ্কান সাবেক ব্যাটসম্যান থিলান সামারাবিরা। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অজি টেস্ট ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন তিনি।

 

চলতি জুন থেকে আগামী আগস্টের জন্য অজি দলে কাজ করবেন সামারাবিরা। ইতোমধ্যে সে অ্যাডাম ভোজেস, শন মার্শ ও জ্যাকসন বার্ডদের সফরের জন্য প্রস্তুত করছেন।

সামারাবিরা বলেন, ‘এই মুহূর্তে আমি ব্রিসবেনে কাজ করছি। আমি কিছু টেস্ট ক্রিকেটারদের সঙ্গে কাজ করছি যারা ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত ত্রি-দেশিয় সিরিজে খেলেনি। ’

সামারাবিরা অজি ‘এ’ দলের সঙ্গেও কাজ করছেন। এর আগে তিনি অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপের আগে কাজ করেছেন। যদিও অজি দল বাংলাদেশে অনুষ্ঠিত আসরে অংশগ্রহন করেনি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ২৯ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।