ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

গরম ভাবাচ্ছে আল আমিনকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, এপ্রিল ১১, ২০১৬
গরম ভাবাচ্ছে আল আমিনকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম - ফাইল ফটো

ঢাকা: তীব্র গরমে অতিষ্ট রাজধানীর মানুষ। এমন গরমেই ৫০ ওভারের ম্যাচ খেলতে নামতে হবে ক্রিকেটারদের।

২২ এপ্রিল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লড়াই। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই ওয়ানডে লিগকে সামনে রেখে এমন তাপদাহের মধ্যেই ব্যক্তিগত প্রস্তুতি শুরু করতে হচ্ছে ক্রিকেটারদের।

 

এ বছরের জানুয়ারি থেকেই কেবল টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থেকেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দীর্ঘদিন পর ওয়ানডে ফরমেটে খেলতে ‍নামছেন তারা। তাইতো উদ্যোম ধরে ৫০ ওভার মাঠে থাকাকেও চ্যালেঞ্জ মানছেন ক্রিকেটাররা। পেস বোলারদের জন্য ব্যাপারটা সবচেয়ে কঠিন। তাইতো গরম নিয়ে বেশি ভাবতে হচ্ছে পেসারদের।

এই যেমন আল-আমিন হোসেন ভাবছেন, ‘আমার মনে হচ্ছে, এবার আবহাওয়া একটা বড় চ্যালেঞ্জ। কারণ প্রচুর গরম পড়েছে। গত তিন-চার মাস আমরা শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছি, সেখানে এবার ৫০ ওভারের ম্যাচ। প্রথম কয়েকটা ম্যাচে সম্পূর্ণ খেলতে পারাও একটা চ্যালেঞ্জ। ’
 
এবারের লিগে প্লেয়ার্স বাই চয়েজে আল-আমিনকে ডেকে নিয়েছে প্রাইম দোলেশ্বর। এবারের লিগে দলকে ভালো কিছুই দেবেন বলে আশা করছেন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করা আল-আমিন, ‘আমি ফিটনেস নিয়ে কাজ শুরু করে দিয়েছি, যাতে মাঠে পুরো ৫০ ওভার থাকতে পারি। তবে একজন পেশাদার খেলোয়াড় হিসেবে সবাই সেরাটা দিতেই মাঠে নামবে। সেটা টি-টোয়েন্টি হোক আর ওয়ানডেই হোক। ’
 
‘টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুইটা ভিন্ন মেজাজের খেলা। তারপরও বলটা ভালো জায়গাতেই করতে হবে। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ভালো করেছি। এই আত্মবিশ্বাস এখানে অনেক কাজে দেবে বলে আশা করি’-যোগ করেন পেসার আল আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।