ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

ক্যারিবীয়ান নায়ক স্যামুয়েলসকে জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, এপ্রিল ৪, ২০১৬
ক্যারিবীয়ান নায়ক স্যামুয়েলসকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম -ফাইল ফটো

ঢাকা: ‘দ্য হিরো অব ওয়েস্ট ইন্ডিজ’ তকমা পেয়ে গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বের করে আনা ক্যারিবীয়ান ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। ইতিহাস রচনা করে দলকে দ্বিতীয়বার শিরোপা জেতানো এই তারকাকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি।

আইসিসির আচরণবিধি ভাঙায় অভিযুক্ত করা হয়েছে জ্যামাইকান এই ব্যাটসম্যানকে। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় অসাধারণ এক ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা জেতানো স্যামুয়েলসকে।

ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৬৬ বলে ৯টি চার এবং ২টি ছক্কায় ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন স্যামুয়েলন। তার দুর্দান্ত এই ইনিংসে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে ক্যারিবীয়দের দরকার ছিল ১৯ রান। কার্লোস ব্রাথওয়েইট শেষ ওভারে ইংলিশ পেসার বেন স্টোকসের প্রথম চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, শেষ ওভারে বল করাতে আসা স্টোকসকে আপত্তিকর কথা বলেছিলেনস নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা স্যামুয়েলস। ফলে, আইসিসির আচরণবিধি ভাঙার অভিযোগে অভিযুক্ত হন তিনি। পরে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের আনা অভিযোগ ও শাস্তি মেনে নেন স্যামুয়েলস। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

স্যামুয়েলসকে জরিমানা করার আইসিসি এলিট প্যানেল ছিলেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। এছাড়া ছিলেন দায়িত্বরত আম্পায়ার কুমার ধর্মসেনা ও রড টাকার, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস ও চতুর্থ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।