ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভারতকে পিছিয়ে রাখলেন হেইডেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ভারতকে পিছিয়ে রাখলেন হেইডেন ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথিউ হেইডেনের মতে, এবারের বিশ্বকাপে ভারতকে ফেভারিটদের তালিকায় রাখা হলেও তাদের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। তার মতে, দুর্বল বোলিং অ্যাটাকই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের প্রধান বাধা হয়ে দাঁড়াবে।



মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে হেইডেন বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেস বোলাররা কার্যকরী ভূমিকা রাখতে পারে। এখানকার উইকেটগুলো অনেক বেশি হার্ড, ফ্ল্যাট, বাউন্সি ও ড্রাই। কিন্তু, ভারতের সে মাপের বোলার নেই। যারা আছেন তারা খুবই সাধারণ মানের। বাউন্সি উইকেটে একমাত্র ইশান্ত শর্মাই উপযোগী ছিল। কিন্তু, ইনজুরির কারণে সে দলে নেই। ’

তিনি আরো বলেন, ‘ঘাসের উইকেটে ভারতের বোলার, বিশেষ করে উমেশ যাদব ভালো করবে। নিউজিল্যান্ডে ঘাসের উইকেটে মাঝারি মানের বোলাররাও ভালো করে। কিন্তু, অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে যেকোনো দলের চাই বিধ্বংসী বোলার। যেটি ভারতের নেই। ’

হেইডেন জানান, বোলিং ডিপার্টমেন্ট দুর্বল হলেও ভারতের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। তাদের দলে বিশ্বমানের কয়েকজন ব্যাটসম্যান রয়েছে। তবে, বিশ্বকাপের মতো বড় আসরে শুধুমাত্র ব্যাটিং দিয়েই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।