ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ক্রিকেট

নতুন ইনিংস শুরু করলেন শুকতারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, জানুয়ারি ২৪, ২০১৫
নতুন ইনিংস শুরু করলেন শুকতারা ছবি: সংগৃহীত

ঢাকা: জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের তারকা আয়েশা রহমান শুকতারা। খুলনার এ তারকা ক্রিকেটার ইফতেখারুল ইসলামের সঙ্গে জুটি বাঁধেন।



বাংলাদেশ ক্রিকেট ‘এ’ দলের ফিটনেস ট্রেইনার হিসেবে নিযুক্ত ইফতেখারুল ইসলাম।

শুক্রবার রাতে খুলনায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন দলের সতীর্থের বিয়েতে হাজির হয়েছিলেন। এছাড়া জাতীয় দলের আরো বেশ কিছু ক্রিকেটার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।

২০১১ সালের ২৬ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সাভারে ওয়ানডে ম্যাচ দিয়ে শুকতারার ক্রিকেট অভিষেক ঘটে। তিনি দেশের হয়ে সর্বশেষ (১২ এপ্রিল ২০১৩ সাল) ওয়ানডেতে আহমেদাবাদে নেমেছিলেন ভারতের বিপক্ষে। ২০১২ সালের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষেই শুকতারার টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক ঘটে।

ডানহাতি ব্যাটসম্যান শুকতারা বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন ১১টি ওয়ানডে ম্যাচ। আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৯টি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।