শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে হারের পর আক্ষেপ ঝরল বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে। ম্যাচ শেষে তিনি সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন।
জ্যোতি বলেন, আমার মনে হয় শুরু থেকেই ম্যাচটা আমাদের হাতেই ছিল। ব্যাটিংটা ভালোই করছিলাম আমরা। তবে শারমিনের রিটার্ড হওয়ার কারণে আমরা মোমেন্টাম হারিয়েছি। পরে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। এভাবে খুব কাছে গিয়েও আমরা ৩টি ম্যাচ হেরে গেলাম, বিষয়টি সত্যিই হৃদয়বিদারক।
ম্যাচে ৪৯তম ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন জ্যোতি। কিন্তু পরিকল্পনা মতো শেষটা করতে না পারার হতাশা তার কণ্ঠে স্পষ্ট।
তিনি আরও বলেন, আমার ইচ্ছা ছিল ৪৯তম ওভারে খেলা শেষ করার। তবে সেখানেই ম্যাচটা হেরে গেলাম।
এছাড়া জ্যোতি জানান, দলের ব্যাটাররা এখনও মানসিকভাবে ব্যর্থতার চাপ কাটিয়ে উঠতে পারেননি। তিনি বলেন, আসলে ক্যাচ ধরতেই হবে। আমরা এবার অনেক ক্যাচ ড্রপ করেছি। এখানেই মানসিক ব্যারিয়ার জড়িত আছে মনে হয়। চেষ্টা করব এবার ভুলগুলো শোধরাতে।
এফবি/এমজে