আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের সীমান্ত পারের বিমান হামলায় নিহত তিন তরুণ আফগান ক্রিকেটার কবির আগা, সিফগাতুল্লাহ এবং হারুনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ এবং জাতীয় দলের খেলোয়াড়রা। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছেন।
এসিবি তাদের এক্স (X) অ্যাকাউন্টে ছবি শেয়ার করে একটি দীর্ঘ পোস্টে জানিয়েছে, ‘এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ, জাতীয় দলের খেলোয়াড় রহমত শাহ, জহির খান, ফরিদ মালিক এবং শাবির নূরিসহ বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা গতকাল (সোমবার) পাকতিকা প্রদেশ সফর করেছেন। তারা সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় শহীদদের পরিবারের সাথে দেখা করেন। ’
সফরকালে আশরাফ এবং প্রতিনিধিদল শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি তাদের আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেন।
মিরওয়াইস আশরাফ বলেন, ‘আমাদের তরুণ খেলোয়াড়দের স্বপ্ন চুরমার হয়ে গেছে। একটি সমৃদ্ধ আফগানিস্তানের জন্য তাদের বড় আশা ও আকাঙ্ক্ষা ছিল, কিন্তু মানবতা ও শান্তির শত্রুরা সেই আশা নিষ্ঠুরভাবে কবর দিয়েছে। এসিবির পক্ষ থেকে, আমি নিহতদের পরিবারের প্রতি গভীরতম সমবেদনা জানাই। এই বেদনাদায়ক সময়ে আমরা তাদের পাশে আছি এবং এই ট্র্যাজেডিতে আমরা গভীরভাবে শোকাহত। ’
পোস্টে আরও যোগ করা হয়েছে, ‘দোয়া ও শোক জ্ঞাপন অনুষ্ঠানের পর, আশরাফ জাতীয় খেলোয়াড়দের সাথে নিয়ে সেই স্থান পরিদর্শন করেন যেখানে তরুণ ক্রিকেটারদের সমাধিস্থ করা হয়েছে। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করেন এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ’
উল্লেখ্য, একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়ে বাড়ি ফেরার পর এই তিন তরুণ ক্রিকেটার হামলার শিকার হন। এই হামলায় আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও প্রাণ হারান। বিসিসিআই এবং আইসিসিও এই ঘটনায় শোক প্রকাশ করেছে এবং এই হামলার নিন্দা জানিয়েছে।
এর আগে চলতি সপ্তাহে, আফগানিস্তান এই বিমান হামলার প্রতিবাদ হিসেবে আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়। আগামী ৫ থেকে ২৯ নভেম্বর লাহোর ও রাওয়ালপিন্ডিতে এই ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের অংশ নেওয়ার কথা ছিল।
এমএইচএম
ACB Chairman and National Players Offered Prayers for the Victims of the Paktika Tragedy
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 21, 2025
ACB Chairman Mr. @MirwaisAshraf16, along with several national players including @RahmatShah_08, Zahir Khan, Fareed Malik, and Shabir Noori, as well as several ACB officials, visited Paktika… pic.twitter.com/kmCM5vCKZr