ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘ট্রফি দাও, নইলে আইসিসিতে দেখা হবে’—নকভিকে কড়া হুঁশিয়ারি ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, অক্টোবর ২১, ২০২৫
‘ট্রফি দাও, নইলে আইসিসিতে দেখা হবে’—নকভিকে কড়া হুঁশিয়ারি ভারতের সংগৃহীত ছবি

এশিয়া কাপ ট্রফি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি এখনও শিরোপাটি নিজের কাছে আটকে রেখেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এই বিষয়ে নকভিকে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাকে অবিলম্বে ট্রফিটি ভারতের কাছে হস্তান্তর করতে বলা হয়েছে, অন্যথায় আগামী মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে বলে সতর্ক করা হয়েছে।

মূল বিতর্কের সূত্রপাত হয় দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালের পর। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নকভির ভূমিকার কারণে ভারতীয় দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এরপর নকভি, যিনি পিসিবির চেয়ারম্যানও বটে, ট্রফিটি অনুষ্ঠানস্থল থেকে নিয়ে গিয়ে দুবাইয়ে নিজের অফিসে তালাবদ্ধ করে রাখেন।

পরিস্থিতি আরও জটিল হয়েছে ট্রফি হস্তান্তরের বিষয়ে নকভির দেওয়া কিছু শর্তের কারণে। বিসিসিআই সূত্র নিশ্চিত করেছে যে, নকভি দাবি করেছেন, একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে যেখানে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে ব্যক্তিগতভাবে তার কাছ থেকে ট্রফি গ্রহণ করতে হবে। বিসিসিআই এই শর্ত মানতে নারাজ। ভারতের বোর্ড চায়, ট্রফি এবং বিজয়ীদের পদক এসিসির সদর দফতরে পাঠানো হোক, যেখান থেকে তারা আনুষ্ঠানিকভাবে তা সংগ্রহ করবে।

জানা গেছে, এই বিষয়ে বিসিসিআই আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেরও সমর্থন পেয়েছে। তা সত্ত্বেও নকভি তার অবস্থান থেকে সরেননি।

বিসিসিআই কর্মকর্তারা ধারাবাহিকভাবে যুক্তি দিয়ে আসছেন যে, ট্রফিটি এসিসির সম্পত্তি, এটি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়।

যেহেতু এই অচলাবস্থা সৌহার্দ্যপূর্ণভাবে শেষ হওয়ার কোনো ইঙ্গিত মিলছে না, তাই এই ক্ষমতার লড়াই এবার বৈশ্বিক পর্যায়ে গড়াতে চলেছে। এনডিটিভি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছে যে, বিসিসিআই আগামী নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসি বৈঠকে বিষয়টি উত্থাপন করার জন্য পুরোপুরি প্রস্তুত। ভারতীয় বোর্ড এসিসি চেয়ারম্যানের আচরণের বিরুদ্ধে এবং বিজয়ী দলের ট্রফি ও পদক সময়মতো ফেরত না দেওয়ার বিরুদ্ধে জোরালো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছে।

বিসিসিআই আরও এক ধাপ এগিয়ে নকভিকে আইসিসি বোর্ড সদস্যদের কাছে ভারতীয় বোর্ড সম্পর্কে অভিযোগ করা থেকেও বিরত থাকতে বলেছে। এর আগে নকভি অভিযোগ করেছিলেন যে, ফাইনালের পর মঞ্চে ভারতীয় দলের জন্য অপেক্ষা করতে গিয়ে তাকে ‘জোকার’ বানানো হয়েছিল।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।