ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ক্রিকেট

ইংলিশদের ঘাঁড়ে চেপে বসেছে সালমারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, মার্চ ২৮, ২০১৪
ইংলিশদের ঘাঁড়ে চেপে বসেছে সালমারা

সিলেট থেকে: নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমে ভালোই সাড়া দিচ্ছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশরা।

১২ ওভারে ইংল্যান্ডকে ৫৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছে স্বাগতিকরা।

প্রথম চার ওভারে সালমা খাতুন ও জাহানারা আলমের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ রান নেয় ব্যাটিং দল। বাংলাদেশের অধিনায়ক তার তৃতীয় ওভারে সারাহ টেলরকে (৭) খাদিজা তুল কুবরার ক্যাচ বানান।

দলের ৪৯ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় ইংল্যান্ড। কুবরা ২ রানে ট্যামি বুমন্টকে আউট করেন। আরেক স্পিনার রুমানা আহমেদের শিকার হন লিডিয়া গ্রিনওয়ে।

ইংল্যান্ড অধিনায়ক চার্লত্তে এডওয়ার্ডস দলের আশার বাতি জ্বালিয়ে রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।