ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ফেসবুকে অভিমানী রুমানা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, আগস্ট ২৪, ২০২৫
বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ফেসবুকে অভিমানী রুমানা

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।

তারা জায়গা নিয়েছেন যথাক্রমে দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিমের পরিবর্তে।

রুবাইয়া আগে টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে অভিষেক হয়নি। নির্বাচকদের মতে, ধারাবাহিক উন্নতির কারণে তিনি এবার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।

১৭ বছর বয়সী নিশিতা স্কোয়াডের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে তার বোলিং নিয়ন্ত্রণ এবং পরিপক্বতা নির্বাচকদের দৃষ্টি কাড়ে।

সাবেক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক সুমাইয়া আক্তার সাম্প্রতিক ঘরোয়া মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জায়গা পেয়েছেন।

রুমানার ক্ষোভ

বাংলাদেশ নারী দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক রুমানা আহমেদ ফেসবুক পোস্টে নতুনদের অভিনন্দন জানালেও নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন ‘কোনো প্রকার ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই ওয়ার্ল্ড কাপে খেলানোটা সত্যিই অসাধারণ। অসাধারণ আপনাদের প্ল্যান। ’

তার পোস্টে স্পষ্ট হয়েছে, অভিজ্ঞতাহীন ক্রিকেটারদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দেওয়ায় তিনি সন্তুষ্ট নন। রুমানার মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এর আগে চলতি বছরের শুরুতে জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের জন্য সরে যাওয়ার ঘোষণা দেন রুমানা আহমেদ। সে সময় অনেকেই মনে করেছিলেন, নির্বাচকদের অবহেলার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ক্ষোভ প্রকাশে সেই ইঙ্গিত আরও স্পষ্ট হলো।

ঘোষিত বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।