ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

ডট্টিনের এবার বোলিং জাদু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, মার্চ ২৪, ২০১৪
ডট্টিনের এবার বোলিং জাদু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে মাত্র একটি সেঞ্চুরি, তাও আবার ৩৮ বলে। ২০১০ সালের ৫ মে উদ্বোধনী ম্যাচে ওই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ব্যাটসম্যান দিয়েন্দ্রা ডট্টিন।

তার ৪৫ বলে সাত চার ও নয় ছয়ে ১১২ রান এখনও ব্যক্তিগত সেরা।

২০১৪ সালে এসে আবারও জ্বলে উঠলেন এই ডানহাতি। তবে এবার ব্যাট নয়, বল হাতে। ক্যারিয়ারে প্রথমবারের মতো চার উইকেট নিয়ে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয়ে বড় অবদান রাখলেন।

প্রতিপক্ষের অধিনায়ক চার্লেত্ত এডওয়ার্ডসের (৪৪) গুরুত্বপূর্ণ উইকেটটিও পেলেন তিনি। টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা বোলিং করলেন চার ওভারে ১২ রান দিয়ে চারটি উইকেট শিকার করে।

এনিয়ে মেয়েদের বিশ্বকাপে এক ইনিংসে সেরা বোলিং ফিগারে নিজেকে ষষ্ঠ অবস্থানে রাখলেন ডানহাতি পেসার ডট্টিন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।