ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভার কমেছে সুজি বাহিনীর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১০, মার্চ ২৪, ২০১৪
ভার কমেছে সুজি বাহিনীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে যেতে সফল হলো নিউজিল্যান্ড। দুবারের ফাইনালিস্টরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল উদ্বোধনী ম্যাচেই।



বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সাত রানের দারুণ এক জয় পাওয়ায় প্রথমবারের মতো বিশ্বসেরা হওয়ার পথে এগিয়ে গেল ব্ল্যাক ক্যাপরা। প্রথম ম্যাচে দুবারের সেরা অস্ট্রেলিয়া। তাই এই ম্যাচে জিতে এখন অনেকটাই নির্ভার দলের অধিনায়ক সুজি বেটস।

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন,‘আমরা অস্ট্রেলিয়ার ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এই ম্যাচটি জিতে তাই আমরা নির্ভার। সামনে যে ম্যাচগুলো আছে সেটাতে জিততে অসুবিধা হবে না মনে করছি। ’

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।