ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ক্রিকেট

সুপার টেনে ভালো করতে চান মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৮, মার্চ ২১, ২০১৪
সুপার টেনে ভালো করতে চান মুশফিক ছবি: ফাইল ফটো

জহুর আহমেদ স্টেডিয়াম চট্টগ্রাম থেকে: হংকংয়ের কাছে লজ্জাজনক হারেও অবশ্য সুপার টেনের ট্রেন মিস হয়নি টাইগারদের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্বল হংকংয়ের কাছে দুই উইকেটে হেরে গেলেও সুপার টেনে ২৫ মার্চ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে বাংলাদেশ।



বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম।

‘সুপার টেন বা সুপার এইট বুঝি না। হেরে গেছি সেটা খারাপ লাগছে। জিততে পারলে আরো ভালো হতো। আমার শটটা ভুল ছিলো। আমাদের আরো কিছু বেশি করা দরকার ছিলো। আমি আউট হয়ে যাওয়ার পরে ভেবেছিলাম অন্যরা ধরে খেলবে। কিন্তু খুব দ্রুত আমাদের উইকেটগুলো পরে যায়।

লক্ষ্য অনুযায়ী খেলতে পারেননি স্বীকার করলেন মুশফিক। তিনি বলেন,‘আমরা ভেবেছিলাম ১৪০ এর মতো রান করতে পারলে কিছু একটা করা যাবে। কিন্তু শেষ পর্যন্ত রান হয়নি। ’

তবে হেরে গিয়েও সুপার টেনে উঠতে পেরে যথেষ্ট খুশি টাইগার দলপতি। সামনে বড় দলগুলোর সঙ্গে আরো ভালো খেলার প্রত্যাশা তার।

মুশফিক বলেন, এখন আমাদের একটাই লক্ষ্য সুপার টেনে ভালো করা। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রত্যেকটি দলই শক্তিশালী। যে কোন দিন যেকোন দলই ভালো করতে পারে। ’

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।