ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, মার্চ ২০, ২০১৪
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হংকংয়ের ‍অধিনায়ক জে জে আতকিনসন।



বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে আন্ডারডগ দলটির বিরুদ্ধে ব্যাট হাতে নামার প্রস্তুতি নিচ্ছেন তামিম-এনামুলরা।

টাইগারদের পক্ষে মাঠে নামছেন তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেন।

ইনজুরির কারণে ঢাকায় ফিরে আসা মাশরাফি বিন মর্তুজার পরিবর্তে দলে ভিড়েছেন রুবেল।

অপরদিকে হংকং দলে রয়েছেন ওয়াকাস বরকত, ইরফান আহমেদ, জে জে আতকিনসন (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, বাবর হায়দার, নিজাকাত খান, মুনির ধর, তানভীর আফজল, হাসিব আমজাদ, নাদিম আহমেদ, এহসান নওয়াজ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।