ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

শক্তি গৌচান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, মার্চ ১৮, ২০১৪
শক্তি গৌচান

শক্তি গৌচান: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই চমক দেখানো এই বাঁহাতি স্পিনার নেপালের বড় আস্থার নাম। দুটি প্রস্তুতি ম্যাচই জেতা হংকং জয়ের আত্মবিশ্বাস নিয়ে প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল।

কিন্তু আচমক‍া গৌচান তার স্পিন শক্তি দেখালেন। চার ওভারে মাত্র নয়টি রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ম্যাচসেরাও হয়েছেন অভিষেক ম্যাচেই। বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য সতর্কবার্তাই দিয়েছিলেন দক্ষিণ এশীয় এই বোলার। আন্তর্জাতিক মঞ্চের বাইরে ১৯টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে গৌচানের। নিয়েছেন ২২ উইকেট, সেরা ২০ রানে চার উইকেট।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।