মিরপুর থেকে: প্রস্তুতি ম্যাচ হলেও সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডকে হারিয়ে মানসিকভাবে বেশ এগিয়ে গেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে এমন জয় প্রয়োজন ছিল মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম।
শনিবার অনুশীলন শেষে এই ম্যাচ নিয়ে আশাবাদ প্রত্যাশা জানালেন মুশফিক,‘শেষ কয়েকটি ম্যাচ আমরা ভালো খেলেও সফল হতে পারিনি। তবে প্রস্তুতি ম্যাচে যেভাবে চেয়েছিলাম সেভাবে শুরুটা না হলেও শেষ ভালো হয়েছে। আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব দিক থেকে আমরা এখন আগের চেয়ে অনেক ভালো বলব। খেলোয়াড়রা খেলার মধ্যে আছে। এই ধারবাহিকতা ধরে রাখতে চাইব আমরা। এটা টি-টোয়েন্টি ফরম্যাট। এখানে যে ভালো খেলবে সেই জিতবে। আমরা কালকের জন্যে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ আমরা একটা ভালো সূচনা হবে। ’

এই ম্যাচ নিয়ে দলের মধ্যে খুব বেশি চাপ নেই জানালেন মুশফিক,‘আমার মনে হয় না খুব বেশি চাপ আছে। আন্তর্জাতিক ম্যাচ চাপতো থাকবেই। বাংলাদেশ গত দুবছর যেভাবে ক্রিকেট খেলছে আমার মনে হয় চাপটা এ কারণে আসছে। আমরা গত কয়েক ম্যাচ সেই প্রত্যাশা পূরণ করতে পারিনি। ওই প্রত্যাশা অনুযায়ী যেন খেলতে পারি সেই চেষ্টা থাকবে। আর দর্শকদের সমর্থন তো থাকবেই, আশা করি ভালো শুরু হবে। ’
আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানকে নিয়ে ১১৬ রানের জুটি গড়েছিলেন মুশফিক। এমন জুটিই প্রত্যাশা করছেন মূল ম্যাচেও। টপ অর্ডারই তার বড় ভরসা।

তার উপর নির্ভর করে কে দলকে ধরে রেখেছে। আমার মনে হয় আমাদের চেয়ে ওরা অনেক বেশি টি-টোয়েন্টি খেলেছে। জয়ের সংখ্যায় এগিয়ে থাকলেও ওদের চেয়ে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। দক্ষতার দিক থেকেও আমরা ওদের চেয়ে অনেক এগিয়ে। আমরা আত্মবিশ্বাসী আছি ওদের চেয়ে আমরা ভালো করবো। বাকিটা আল্লাহর কাছে। ’
ম্যাচের জন্য টিম কম্বিনেশন নিয়ে স্বাগতিক অধিনায়ক বলেন,‘টিম কম্ভিনেশন তো আছেই। আমাদের যথেষ্ট ব্যাটিং ও বোলিং অলরাউন্ডার আছে। সাব্বির রহমান ও মুমিনুল হক যদি থাকে তবে টপ অর্ডারে থাকবে। টি-টোয়েন্টিতে আমরা সবসময় স্বাভাবিক খেলা খেলে থাকি। আমরা চেষ্টা করব সেরা একাদশ নিয়ে দল হবে। ’
আবারও উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে মুশফিককে,‘কালকে আমি কিপিং করার চেষ্টা করব। আর টিমের মধ্যে সবাই ভালো আছে। ’
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৪