সোনারগাঁও হোটেল থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের জন্য ভালো একটি শুরু চান নিউজিল্যান্ড ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান রস টেলর।
‘আমাদের একটি ভালো শুরুর প্রয়োজন।
শনিবার সোনারগাঁও হোটেলে বিশ্বকাপ টি২০ উপলক্ষে আয়োজিত ওপেন মিডিয়া সেশনে টেলর ছাড়াও দলের পেস বোলার কাইল মিলস, তরুণ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও লুক রঁচি কথা বলেন।
উপমহাদেশের কন্ডিশনকে চ্যালেঞ্জ মেনে নিউজিল্যান্ড ক্রিকেট দলের পেস বোলার কাইল মিলস বললেন,‘এখানকার কন্ডিশন পেস বোলারদের জন্য আরো বেশি চ্যালেঞ্জিং। এখানে বলতে করতে অনেক বেশি স্কিলের প্রয়োজন রয়েছে। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার উইকেট আমাদের জন্য সুবিধাজনক। ওই সব দেশের উইকেট থেকে আমরা বাড়তি সুবিধা পাই। ’
টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গার প্রশংসা করে বলেন,‘টি-টোয়েন্টি ক্রিকেটে স্কিল ও ভ্যারিয়েশন জরুরি। ওর অনেক স্কিল রয়েছে। যে কারণে ও উইকেটও বেশি পায়। ’
কাইল রোববার পাকিস্তানের সঙ্গে প্র্যাকটিস ম্যাচে একটি ভালো শুরুর আশা করছেন।
বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি পাওয়া তরুণ কেন উইলিয়ামসন এখানে আসতে পেরে খুবই খুশি। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ভালো কিছু করতে চান তিনি। দলের অধিনায়ক মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম সম্পর্কে তার মত,‘টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটসম্যান ম্যাককালাম। যদি কোনো ম্যাচে দাঁড়িয়ে যায় দল বিজয়ী হবে। ’
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘন্টা, মার্চ ১৫, ২০১৪


