ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

খেলা

আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মহারাজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, মে ৯, ২০২২
আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মহারাজ কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। স্বদেশি সাইমন হারমার এবং ওমানের যতীন্দার সিংকে পেছনে ফেলে আইসিসির এ পুরস্কার জিতেছেন তিনি।

ডারবানে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে একাই সাত উইকেট নিয়েছিলেন তিনি। মোট কথা এপ্রিল মাসটা দুর্দান্ত কেটেছিল মহারাজের।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৫৩ রানে অলআউট হয়। এমনকি পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচেও ৭৪ রান করে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন এ স্পিনার। দুই টেস্টে শিকার করেছিলেন ১৬টি উইকেট। এসবের পুরস্কার হিসেবেই আইসিসির 'মাসসেরা' ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মহারাজ।

অন্যদিকে, নারীদের ক্রিকেটে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। গেল মাসে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মে ০৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।