ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

সৈয়দপুরে প্রথম বঙ্গবন্ধু ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৩, মার্চ ৬, ২০২১
সৈয়দপুরে প্রথম বঙ্গবন্ধু ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সৈয়দপুরে বঙ্গবন্ধু ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে এই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকালে সাত কিলোমিটার ব্যাপী এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন নানা শ্রেণি ও পেশার মানুষ।

এর আগে সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগীদের নাম নিবন্ধন করেন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা।

উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে ম্যারাথনটি বিমানবন্দর, পাঁচমাথা মোড়, বাস টার্মিনাল, পার্বতীপুর সড়ক হয়ে উপজেলায় গিয়ে শেষ হয়।  

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. নাসিম আহমেদ বাংলানিউজকে জানান, ম্যারাথন সকাল ৭টায় শুরু হয়। এতে মানুষের ব্যাপক সাড়া মেলেছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।