ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

খেলা

কিংবদন্তি শুমাখারের রেকর্ডে ভাগ বসালেন হ্যামিল্টন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, অক্টোবর ১২, ২০২০
কিংবদন্তি শুমাখারের রেকর্ডে ভাগ বসালেন হ্যামিল্টন

ফর্মুলা ওয়ানে আইফেল গ্রাঁ প্রি জিতে কিংবদন্তি মাইকেল শুমাখারের সর্বকালের সেরা রেকর্ডে ভাগ বসালেন লুইস হ্যামিল্টন।

শুমাখারকেই আদর্শ মানা মার্সিডিজের এই চালক ৯১তম গ্রাঁ প্রি জেতেন।

এরইসঙ্গে তিনি জার্মান গ্রেটের রেকর্ডের পাশে বসেছেন। আর খুব দ্রুতই এই ব্রিটিশ তারকা শুমাখারকে পেছনে ফেলবেন বলে ধারণা করা হচ্ছে।

আইফেল গ্রাঁ প্রিতে রেড বুল চালক ম্যাক্স ভারসটাপ্পেন দ্বিতীয় হিসেবে শেষ করেছেন। আর রেনাউল্ট চালক ড্যানিয়েল রিসিয়ার্ডো তৃতীয় হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।