ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

কোচ হয়ে জুভেন্টাসে ফিরলেন আন্দ্রে পিরলো 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, জুলাই ৩১, ২০২০
কোচ হয়ে জুভেন্টাসে ফিরলেন আন্দ্রে পিরলো  আন্দ্রে পিরলো

কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলোকে কোচ হিসেবে নিজেদের অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে নিয়োগ দিয়েছে জুভেন্টাস।  

৪১ বছর বয়সী সাবেক ইতালিয়ানকে বিবেচনা করা হয় তার প্রজন্মের সেরা মিডফিল্ডার হিসেবে।

২০১৭ সালে বুটজোড়াকে অবসরে পাঠান তিনি।  

ইতালির জার্সিতে ১১৬ ম্যাচ খেলেছেন পিরলো। ২০০৬ সালে জিতেছেন বিশ্বকাপ। এছাড়া ক্যারিয়ারের অধিকাংশ সময় এসি মিলানে কাটিয়ে ২০১১ সালে তিনি যোগ দেন জুভেন্টাসে। তুরিনের বুড়িদের হয়ে চারবার সিরি’আ জিতেছেন তিনি। মিলানের জার্সিতে দু’টি লিগ শিরোপা ছাড়াও জিতেছেন দু’টি চ্যাম্পিয়নস লিগ।  

২০১৫ সালে জুভেন্টাসকে বিদায় জানান পিরলো। এরপর যোগ দেন যু্ক্তরাষ্ট্রের মেজর সকাল লিগের ক্লাব নিউইয়র্ক সিটি এফসিতে। দুই বছর পর ক্লাবটির হয়ে পেশাদারি ক্যারিয়ারের ইতি টানেন ‘দ্য প্রফেসর’।  

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।