ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

খেলা

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, আগস্ট ২৩, ২০১৯
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশের মেয়েরা প্রস্তুতি ম্যাচের একটি মুহূর্ত

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ সামনে রেখে ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমি নারী দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল। 

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে কিছুটা নিজেদের কিছুটা গুছিয়ে নেয় স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধে হজম করতে হয় ৪ গোল।

দ্বিতীয়ার্ধে  বাংলাদেশের জালে আরো দুই গোল দেয় সফরকারীরা।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচেও একই দলের কাছে একই ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

আগামী ২৩ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৭টায় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।  

আগামী ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শুরু হবে ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ। পুল ‘বি’তে বাংলাদেশের সঙ্গী হংকং, উজবেকিস্তান ও স্বাগতিক সিঙ্গাপুর।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।