ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, আগস্ট ২০, ২০১৮
এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের শুভসূচনা বাংলাদেশ হকি দল

এশিয়ান গেমসে হকিতে ওমানকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।

সোমবার (২০ আগস্ট) জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আরশাদ হোসেন। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলে সমতায় ফেরে ওমান।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে বাংলাদেশকে এগিয়ে দেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। ২৮ মিনিটে করা তার ওই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

আগামী ২২ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।