ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

ভারতের হারের দিনে ইশান্তের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, আগস্ট ৪, ২০১৮
ভারতের হারের দিনে ইশান্তের জরিমানা ইশান্ত শর্মার জরিমানা। ছবি: সংগৃহীত

অনেক চেষ্টা করেই ভারত জেতাতে পারলেন না অধিনায়ক বিরাট কোহলি। হাজারতম টেস্টে ৩১ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। হারের সঙ্গে ভারত শিবিরে এসেছে আর্ব এক দুঃসংবাদ। ভারতের ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিন ডেভিড মিলানকে আউট করার পর উত্তেজক আচরণ করেন ইশান্ত। এ কারণেই আইসিসি থেকে তার ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করেছে।

পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার নামের পাশে।

ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৫১ রান খরচায় পাঁচ উইকেট পেয়েছেন। ইনসাইড আউট দারুণ এক ডেলিভারিতে মিলানকে আউট করার পর বেশ উত্তেজক উদযাপন করেন ইশান্ত। তার এই উদযাপন আইসিসির ২.১.৭ ধারা ভঙ্গ করেছে।

আইসিসির এই ধারায় বলা হয়েছে, আন্তর্জাতিক কোনো ম্যাচ চলাকালে কোনো ক্রিকেটার অন্য কোনো ক্রিকেটারের উদ্দেশ্যে খারাপ ভাষা, উত্তেজক অঙ্গভঙ্গি যা তাকে ক্ষতি করতে পারে এমন কিছু করা যাবে না।

ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেওয়ায় শুনানিতে যেতে হয়নি ইশান্তকে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।