ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

খেলা

মিরপুর ইনডোরে বড় পর্দায় খেলা দেখাবে প্রাণ ফ্রুটো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, জুলাই ৫, ২০১৮
মিরপুর ইনডোরে বড় পর্দায় খেলা দেখাবে প্রাণ ফ্রুটো -

ঢাকা: ফুটবল প্রেমীদের জন্য মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছে ফ্রুট ড্রিংক প্রাণ ফ্রুটো। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল-সবগুলো ম্যাচ এখানে উপভোগ করতে পারবেন ফুটবল প্রেমীরা। 

স্টেডিয়ামে বড় স্ক্রিনে খেলা দেখার পাশাপশি থাকছে ফুড ফেস্টিভাল, লাইভ কনসার্ট, প্রিয় তারকার সঙ্গে ফুটবল আড্ডা, র‌্যাফেল ড্রসহ নানা আয়োজন।

শুক্রবার (৬ জুলাই) সন্ধ্যায় এই আয়োজনের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

প্রাণ ফ্রুটো’র হেড অব মার্কেটিং আতিকুর রহমান জানান, ফুটবল প্রেমীদের অনেকেই বড় পর্দায় দল বেঁধে খেলা দেখতে পছন্দ করেন। এদের বেশিরভাগই তরুণ। এসব বিষয় মাথায় রেখেই আমাদের এই আয়োজন।

তিনি আরও জানান, যে কেউ বিনামূল্যে স্টেডিয়ামে বড় পর্দায় খেলা উপভোগ করতে পারবেন। তবে প্রবেশের জন্য প্রাণ ফ্রুটো বোতলের লেবেল দেখাতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।