ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

খেলা

চম্পার হ্যাটট্রিকে ব্রোঞ্জ জিতলো চট্টগ্রামের মেয়েরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, মার্চ ১৩, ২০১৮
চম্পার হ্যাটট্রিকে ব্রোঞ্জ জিতলো চট্টগ্রামের মেয়েরা ছবি: সংগৃহীত

যুব গেমসে মেয়েদের ফুটবলে ব্রোঞ্জ পদক জিতেছে চট্টগ্রাম বিভাগের মেয়েরো। চম্পা মারমার হ্যাটট্রিকসহ ৫ গোলের ম্যাজিকে খুলনা বিভাগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে এই গৌরব লাভ করেছে চট্টলার মেয়েরা।

ম্যাচের মধ্য বিরতিতে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মঙ্গলবার (১৩ মার্চ) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে চট্টগ্রাম।

মুহূর্মুহূ আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে খুলনার রক্ষণভাগ।

এমন আক্রমণের ধারাবাহিকতায় ১৩ মিনিটে সশু মারমা চট্টগ্রামকে এগিয়ে নেন। এরপর শুরু হয় চম্পা ম্যাজিক। ম্যাচের প্রথমার্ধে তার দুটি এবং দ্বিতীয়ার্ধে করা তিন গোলে দিশেহারা হয়ে পড়ে খুলনা। ম্যাচটি শেষ পর্যন্ত ৬-০ স্কোরলাইনে নিষ্পত্তি হয়। খুলনার গোলরক্ষক বেশ কিছু আক্রমণ প্রতিহত না করলে ব্যবধান আরও বড় হতো।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।