ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে দুই দিনব্যাপী দাবা প্রতিযোগিতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, মার্চ ৯, ২০১৮
গোপালগঞ্জে দুই দিনব্যাপী দাবা প্রতিযোগিতা শুরু গোপালগঞ্জে দুই দিনব্যাপী দাবা প্রতিযোগিতা শুরু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে দুই দিনব্যাপী সাবেক এমপি কাজী আব্দুর রশিদ স্কুল দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার (৯ মার্চ) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু। গোপালগঞ্জ সোশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ দাবা প্রতিযোগিতার আয়োজন করে।

সংগঠনের সভাপতি কাজী হারুন-অর-রশিদ মিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ রেশমা আক্তার হাসি বক্তব্য রাখেন।

খেলায় জেলা সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে। খেলায় বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ১৮ মার্চ পুরষ্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।