ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

খেলা

বগুড়া প্রেসক্লাবের টি-টোয়েন্টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, ডিসেম্বর ১৭, ২০১৬
বগুড়া প্রেসক্লাবের টি-টোয়েন্টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বগুড়া প্রেসক্লাবের সদস্যদের নিয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় যমুনা একাদশকে ৩৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে করতোয়া একাদশ।

বগুড়া: বগুড়া প্রেসক্লাবের সদস্যদের নিয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় যমুনা একাদশকে ৩৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে করতোয়া একাদশ।



শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন।

এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক জাফর আহম্মদ মিলন, আব্দুস সালাম বাবু, শফিউল আযম কমল ও তোফাজ্জল হোসেন প্রমুখ।
 
শেষে প্রধান অতিথিসহ অন্যরা বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এমবিএইচ/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।