ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

গাজার গণহত্যা ঢাকতে খেলাধুলাকে ব্যবহার করছে ইসরায়েল, মঞ্চ সাজাচ্ছে কানাডা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, আগস্ট ২৫, ২০২৫
গাজার গণহত্যা ঢাকতে খেলাধুলাকে ব্যবহার করছে ইসরায়েল, মঞ্চ সাজাচ্ছে কানাডা! সংগৃহীত ছবি

গাজার গণহত্যার দায় সত্ত্বেও কানাডার হ্যালিফ্যাক্সে অনুষ্ঠিতব্য ডেভিস কাপ টেনিস ম্যাচ থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি উপেক্ষা করেছে টেনিস কর্তৃপক্ষ।  

আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) এবং টেনিস কানাডা জানিয়েছে, আগামী ১২-১৩ সেপ্টেম্বর স্কশিয়াব্যাংক সেন্টারে কানাডার বিপক্ষে কোর্টে নামবে ইসরায়েল।

এ ম্যাচের বিজয়ী যাবে ২০২৬ সালের বাছাইপর্বে।

মানবাধিকার কর্মীদের অভিযোগ, এ আয়োজন আসলে ইসরায়েলের ‘স্পোর্টসওয়াশিং’— যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায় আড়াল করে আন্তর্জাতিক ভাবমূর্তি পাল্টে নেওয়ার চেষ্টা। টেনিস কানাডা হিসাব দিয়েছে, ম্যাচটি হ্যালিফ্যাক্স শহরে আনতে পারে প্রায় ২২ লাখ ডলারের আর্থিক সুবিধা। সমালোচকরা বলছেন, এই সংখ্যাটিই প্রতীকী—২০২৩ সালে গাজার মোট জনসংখ্যা ছিল প্রায় ২২ লাখ।

ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত ২২ মাসে ইসরায়েলি হামলায় নিহত ৮০৮ জন অ্যাথলেটের মধ্যে ৪২১ জন ছিলেন ফুটবলার। সর্বশেষ ৬ আগস্ট নিহত হয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় সুলেমান আল-ওবায়েদ। জাতিসংঘ জানিয়েছে, গাজা এখন আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় শিশু অঙ্গহীন জনগোষ্ঠীর আবাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে শুধু অক্টোবর ২০২৩ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত ৩ হাজার ১০৫ থেকে ৪ হাজার ৫০ অঙ্গচ্ছেদ সম্পন্ন হয়েছে সেখানে।

এমন প্রেক্ষাপটে ৪০০-র বেশি অ্যাথলেট, কোচ, সাংবাদিক ও শিক্ষাবিদ টেনিস কানাডার কাছে খোলা চিঠি দিয়ে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানান। স্বাক্ষরকারীদের মধ্যে আছেন অধ্যাপক নওমি ক্লেইন ও অ্যাভি লুইস, অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কানাডার সাবেক প্রধান অ্যালেক্স নিভসহ তিনজন সাবেক জাতিসংঘ বিশেষ প্রতিনিধি। তারা চিঠিতে লেখেন, ‘এটি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানোর মুহূর্ত। ’

তবে আইটিএফ বলেছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এখনও ইসরায়েলকে নিষিদ্ধ করেনি, তাই তারা খেলার যোগ্য। ইভেন্ট উপদেষ্টা কমিটির সদস্য সু উটেক জানিয়েছেন, এ নিয়ে বিপুলসংখ্যক ই-মেইল পেয়েছেন এবং বাড়তি পুলিশ ও নিরাপত্তার প্রয়োজন হবে। তিনি বলেন, ‘ক্রীড়া ও রাজনীতিকে কখনো মেশাতে চাই না। ’

মানবাধিকার কর্মীরা বলছেন, এ অবস্থান দ্বিচারিতার উদাহরণ। কারণ ২০২২ সালে ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়া ও বেলারুশকে ডেভিস কাপসহ সব আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল আইটিএফ। অথচ গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ চললেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এদিকে কানাডা ইতোমধ্যেই পশ্চিম তীরে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, সবকিছু মিলিয়ে হ্যালিফ্যাক্সে এই ম্যাচ কোনো ক্রীড়ানুষ্ঠান নয়—বরং ফিলিস্তিনিদের রক্তের বিনিময়ে সাজানো এক প্রদর্শনী।

তথ্যসূত্র: দ্য নিউ আরব ও দ্য ব্রিচ

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।