ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

চার বছর পর নেতৃত্ব ফিরে পেলেন জিমি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, নভেম্বর ১৬, ২০১৬
চার বছর পর নেতৃত্ব ফিরে পেলেন জিমি রাসেল মাহমুদ জিমি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাসেল মাহমুদ জিমিকে অধিনায়ক করে ১৮ সদস্যের বাংলাদেশ জাতীয় হকি দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। হংকংয়ে অনুষ্ঠেয় পঞ্চম এএইচএফ কাপ হকি প্রতিয়োগিতায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জিমি।

ঢাকা: রাসেল মাহমুদ জিমিকে অধিনায়ক করে ১৮ সদস্যের বাংলাদেশ জাতীয় হকি দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। হংকংয়ে অনুষ্ঠেয় পঞ্চম এএইচএফ কাপ হকি প্রতিয়োগিতায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জিমি।

২০১২ সালে মালোয়েশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপের আসরে সবশেষ অধিনায়কত্ব করেন জিমি। এদিকে জাতীয় দলে ফিরেছেন মামুনুর রহমান চয়ন।

আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর আট দল নিয়ে অনুষ্ঠিতব্য আসরটিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে, হংকং ও চীন।

আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে লড়বে।   এএইচএফ কাপে অংশ নিতে আজ (বুধবার) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হংকয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ।

বাংলাদেশ দলের হংকং যাত্রা উপলক্ষ্যে বুধবার (১৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে হকি ফেডারেশন। সেখানেই স্কোয়াড ঘোষণা করেন হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ মুনির। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কোচ আলিভার কার্টজ ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।

বাংলাদেশ হকি দল: রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), মো: জাহিদ হোসেন, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিটুল, মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ইমরান হাসান, মো: সারোয়ার হোসেন, মোহাম্মদ রোমান সরকার, কামরুজ্জামান, মাইনুল ইসলাম, পুস্কর ক্ষিসা মিমো, মিলন হোসেন, কৃঞ্চ কুমার দাস, তাপস বর্মন, অসীম গোপ, হাসান জুবায়ের নিলয়।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।