ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

খেলা

বিকেএসপি’র কোচেস সার্টিফিকেট কোর্স সমাপ্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, অক্টোবর ২০, ২০১৬
বিকেএসপি’র কোচেস সার্টিফিকেট কোর্স সমাপ্ত ছবি: সংগৃহীত

ঢাকা: শেষ হলো বিকেএসপি’র সাঁতার-ডাইভিং ও বক্সিং বিভাগের পরিচালনায় কোচেস সার্টিফিকেট কোর্স। ২০ দিন ব্যাপি অনুষ্ঠিত এ সার্টিফিকেট কোর্সে দেশের বিভিন্ন জেলা, বিভাগ, ক্লাবের প্রশিক্ষকরা অংশ নেন।


 
এর মধ্যে সাঁতার বিভাগে ১২ জন ও বক্সিং বিভাগে ৮ জন অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়।
 
বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ মোশারফ হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র অধ্যক্ষ লে. কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মিসেস নুসরাত সারমিন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।