আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং শত রানের গণ্ডি পার হতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে পেরেছে। ৫ ওভার হাতে রেখেই তিন অঙ্কের ঘরে পৌঁছে গিয়েছিল হংকং।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও হংকং। এবার টস ভাগ্য লিটন দাসের পক্ষে। তবে পিচের আচরণ বুঝতে নিলেন ফিল্ডিং। নেদারল্যান্ডসের বিপক্ষে নিয়মিত একাদশই মাঠে নামিয়েছে বাংলাদেশ।
ম্যাচের তৃতীয় বলেই জিশান আলির বিপক্ষে রিভিউ নেয় বাংলাদেশ। তবে এ যাত্রায় রক্ষা পান তিনি। খুব বেশি রান করতে না পারলেও জীবন পেয়ে তিনি দলে অবদান রাখেন ৩৪ বলে ৩০ রান। এর আগে অবশ্য দলীয় ৭ রানেই আনশুমান রাথ তাসকিন আহমেদের বলে প্যাভিলিয়নের পথ ধরেন।
দলীয় ৩০ রানে তৃতীয় ব্যাটার বাবর হায়াত ব্যক্তিগত ১৪ রানে তানজিম হাসান সাকিবের বলে আউট হন। বাংলাদেশের বোলাররা কিপটে বোলিং করলেও উইকেটের দেখা পাচ্ছিলেন না। তৃতীয় উইকেট আসে ইনিংসের ৭১ রানে। জিশান ধরা পড়েন সাকিবের বলে।
অধিনায়ক ইয়াসিম মুর্তজা ও নিজাকাত খান এরপর দলের হাত ধরেন। নিজাকাত ৪০ বলে ৪২ রান করে রিশাদ হোসেনের কাছে উইকেট বিলিয়ে আসেন। অবশ্য তার আগে অধিনায়ক ব্যক্তিগত ২৮ রানে ধরা পড়েন মোস্তাফিজুর রহমানের বলে।
বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে ছিলেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে ১৪৪ রানের লক্ষ্য দিয়ে থামে হংকংয়ের ইনিংস।
এফবি