ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

খেলা

শিরোপার পথেই এগুচ্ছে লিচেস্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, মার্চ ২০, ২০১৬
শিরোপার পথেই এগুচ্ছে লিচেস্টার ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা হাতছানি দিচ্ছে লিচেস্টার সিটির ঘরে। শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জিতে স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগুলো ফক্স খ্যাত দলটি।

দলের হয়ে একমাত্র গোলটি করেন দারুণ ফর্মে থাকা রিয়াদ মাহরেজ।

আলজেরিয়ান স্ট্রাইকার মাহরেজ ম্যাচের ৩৪ মিনিটে গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে তারকা এ ফুটবলারের এটি ১৬তম গোল।

এ জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানেই রইল লিচেস্টার। এক ম্যাচ কম খেলা টটেনহামের থেকে আট পয়েন্ট এগিয়ে দলটি।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।