ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

খেলা

‘এমএসএন’ ম্যাজিকে কোয়ার্টারে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, মার্চ ১৭, ২০১৬
‘এমএসএন’ ম্যাজিকে কোয়ার্টারে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: মেসি, সুয়ারেজ, নেইমার জাদুতে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগেরে ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা। এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে ছিলো বার্সা।

ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো লুইস এনরিকের শিষ্যরা।

বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে দ্বিতীয় লেগের ম্যাচে গানারদের আতিথিয়েতা জানায় বার্সা। তবে খেলার প্রথম থেকে দারুণ আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে নেয় কাতালানরা।

বার্সা এ জয়ের তিন গোলেই দারুণ অবদান রাখেন দলের সেরা তিন স্ট্রাইকার লিওনেল মেসি, লুইস সুয়ারোজ ও নেইমার। তাদের তিন জনের পা থেকেই আসে একটি করে গোল।

ম্যাচের ১৮ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে বার্সাকে লিড এনে দেন নেইমার। তবে বিরতির পর ৫১ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান মোহামেদ এল ন্যানি। কিন্তু ৬৫ মিনিটেই দানি আলভেজের সহায়তায় স্বাগতিকদের ২-১ গোলে এগিয়ে দেন সুয়ারেজ।

এদিকে খেলার নির্ধারিত সময়ের দুই মিনিট আগে আর্জেন্টাইন অধিনায়ক মেসি দেখান তার জাদু। বিপক্ষ দলের গোলরক্ষককে বোকা বানিয়ে দুর্দান্ত একটি গোল করেন তিনি।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।