ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

খেলা

সাতক্ষীরায় প্রদর্শনী ফুটবল ম্যাচে সাবিনাদের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, নভেম্বর ২০, ২০১৫
সাতক্ষীরায় প্রদর্শনী ফুটবল ম্যাচে সাবিনাদের জয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রদর্শনী ফুটবল ম্যাচে জয় পেয়েছে সাবিনা-পারুলদের সবুজ দল। তারা ২-০ গোলে পরাজিত করেছে লাল দলকে।



শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এই প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্থে গোলমেশিন খ্যাত জাতীয় দলের খেলোয়াড় সাবিনার দেয়া গোলে এগিয়ে যায় সবুজ দল। দ্বিতীয়ার্ধে সাবিনার সঙ্গী হয়ে প্রতিপক্ষের জালে ফের বল পাঠায় পারুল। পরে অনেক চেষ্টা করেও গোল পরিশোধে ব্যর্থ হয় লাল দল।

খেলা শেষে ম্যাচ সেরা সাবিনার হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ।  

১৪ নভেম্বর সাতক্ষীরা স্টেডিয়ামে শুরু হয় ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। ২১ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।